চলতি মাসে চীনে বাড়তে পারে ইস্পাতের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৩ ০৮:১০:৪২


চলমান ২০২০ বছরের সেপ্টেম্বর ‍মাসের শুরু থেকেই চীনের বাজারে ইস্পাতের দাম তুলনামূলক কমে রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে চীনা উৎপাদনকারীরা শিল্প ধাতুটির উত্তোলনে লাগাম টানতে পারেন। আর তা হলে অক্টোবরের শেষ নাগাদ চীনের বাজারে ইস্পাতের দাম ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। চীনভিত্তিক প্রতিষ্ঠান মাইস্টিল গ্লোবালের প্রধান বিশ্লেষক ওয়াং জিয়ানহুয়া এ সম্ভাবনার কথা জানিয়েছেন। খবর মেটাল বুলেটিন ও মাইস্টিল।

এ ব্যাপারে ওয়াং জিয়ানহুয়া বলেন, বৈশ্বিক মহামারি করোনায় চীনের ইস্পাত শিল্পের গতি শ্লথ করে দিয়েছিল। এর জের ধরে চাহিদায় পতন দেশটির বাজারে ইস্পাতের দাম কমিয়ে দেয়। তবে এর মধ্যেও চীনে ইস্পাতের উৎপাদন কমেনি। বরং জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, যুক্তরাষ্ট্রসহ বেশির ভাগ দেশ উৎপাদন কমালেও চীনা প্রতিষ্ঠানগুলো বাড়তি ইস্পাত উৎপাদন অব্যাহত রাখে। স্বাভাবিকভাবেই চীনের বাজারে শিল্প ধাতুটির দরপতন দেখা দেয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে উৎপাদনকারীরা শিল্প ধাতুটির উৎপাদনে লাগাম টানার বিকল্প নেই বলে জানান।

একদিকে উৎপাদনে লাগাম টানার সম্ভাবনা, অন্যদিকে চাহিদায় বাড়তি ভাব অক্টোবরের শেষ নাগাদ চীনের বাজারে ইস্পাতের দাম বাড়াতে পারে বলে মন্তব্য করেছেন ওয়াং জিয়ানহুয়া। তিনি বলেন, চীনের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের অবকাঠামো নির্মাণ খাতে ইস্পাতের চাহিদা বাড়তির দিকে রয়েছে। এটা শিল্প ধাতুটির মূল্যবৃদ্ধিতে প্রভাবক হতে পারে। অক্টোবরের শেষ নাগাদ চীনে প্রতি টন ইস্পাতের গড় দাম ১৩০ ইউয়ান (স্থানীয় মুদ্রা) ছাড়িয়ে যেতে পারে।

সানবিডি/এনজে/৮:০9/৩.১০.২০২০