মহামারী করোনার প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে স্থবির হয়ে পড়েছে পড়ালেখা। এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের উদ্বোধন হচ্ছে আগামীকাল (রোববার)। ঢাকা কলেজের আয়োজনে রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় এ অনলাইন ক্লাসের উদ্বোধন (ভার্চুয়াল) করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে অনুষ্ঠিতব্য এই উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক উপস্থিত থাকবেন।
ওই বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আইডি ও পাসওয়ার্ডসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা কলেজের অধ্যক্ষকে অনুরোধ করা হয়।
সানবিডি/নাজমুল/১২:৪৮/০৩.১০.২০২০