বাফুফে নির্বাচন: ভোটাভোটি চলছে
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৩ ১৫:১৫:২৮

ফুটবলভক্তদের আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। তবে আজ (৩ অক্টোবর) শনিবার সব আলোচনার অবসান হতে যাচ্ছে। বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টার এজিএম শেষ হয়। এর পর ২টার দিকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এরই মধ্যে এজিএম শেষে। এই নির্বাচনে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও সদস্যসহ মোট ২১টি পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন ৪৭ প্রার্থী। আগামী চার বছরের জন্য ১৩৯ কাউন্সিলর ভোটের মাধ্যমে তাঁদের নির্বাচিত প্রতিনিধি ঠিক করবেন।
এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষণের জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) যুগ্ম সচিব তৌহিদুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করবে এই সেল। এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী কেন্দ্রে মানতে হবে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা।
সানবিডি/নাজমুল/০৩:১৫/০৩.১০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












