
থিয়াগো আলকানতারার পর এবার লিভারপুলের তারকা স্ট্রাইকার সাদিও মানে করোনা আক্রান্ত হলেন। শুক্রবার এ খবর নিজেরাই জানিয়েছে লিভারপুল।
থিয়াগো আলকানতারার করোনা পজিটিভ রিপোর্ট আসার পরদিনই লিভারপুলের সেনেগালিজ এই স্ট্রাইকারের করোনা পজিটিভ হওয়ার খবর আসলো।
লিভারপুল তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘সাদিও মানে কোভিড-১৯ পজিটিভ। এখন স্বাস্থ্যবিধি মেনে তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন।’
সানবিডি/নাজমুল/০৩:৪৪/০৩.১০.২০২০