নানা কর্মসূচী মধ্য দিয়ে বাংলা একাডেমিতে পালিত হল বিজয় দিবস। বুধবার একাডেমির পক্ষ থেকে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে দিনের কর্মসূচি শুরু হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ এবং ঝর্না সরকার। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আবদুল হালিম খান, মাহমুদুজ্জামান বাবু, সন্দীপন দাস এবং তানজিনা করিম স্বরলিপি। যন্ত্রাণুষঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ পাল (তবলা), শেখ আবু জাফর (বাঁশি), মোঃ ফারুক (প্যাড) এবং আনোয়ার সাহাদাত রবিন (কী-বোড) অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. শাহাদাৎ হোসেন নিপু প্রমুখ।