ইশতেহারের সব প্রতিশ্রুতি পালনের আশ্বাস

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৪ ১০:৪৩:৩৯


একে একে তিনবার বাফুফের নেতৃত্ব দেওয়ার পর এবার চতুর্থ মেয়াদে দেশের ফুটবল সংস্থার সভাপতি হয়েছেন সালাউদ্দিন। চতুর্থবারের মতো দায়িত্ব পেয়ে নিজের নির্বাচনী ইশতেহারের সব প্রতিশ্রুতি পালনের আশ্বাস দিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার।

গত শনিবার অনুষ্ঠিত হয়েছে বাফুফে নির্বাচন। নির্বাচনে ১৩৫টি ভোটের মধ্যে ৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আশির দশকের তারকা ফুটবলার সালাউদ্দিন। সভাপতি পদে সালাউদ্দিনের বিপক্ষে দাঁড়িয়েছিলেন শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়। নির্বাচনে বাংলাদেশ দলের সাবেক কোচ মানিক পেয়েছেন এক ভোট, আরেক প্রতিপক্ষ বাদল রায় পেয়েছেন ৪০ ভোট।

নির্বাচনে জয়ী আরো একবার নিজের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন সালাউদ্দিন। সেই সঙ্গে নিজের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো পালনের আশ্বাস দিয়েছেন তিনি, ‘ভোটারদের নিয়ে মিডিয়ায় অনেক কথা শুনেছি। ভোটাররা আমাকে ভোট দেবে না নাকি, এমন অনেক কথা এসেছে। ২০০৮ সালে আমি ৮০ ভোটে জিতেছি, এরপর ৮৪ ভোটে জিতে সভাপতি হয়েছি, এবার পেয়েছি ৯৪ । আমি তো দেখতেছি আমার ভোট বাড়ছে। তো মানুষ যাই বলুক না কেন, ফুটবল যারা করেন, যারা ফুটবলের সঙ্গে আছেন তাদের কাছে তো আমি জনপ্রিয়। আমার মনে হয়, ইশতেহারের প্রতিশ্রুতি পালন সম্ভব। তবে পৃথিবীতে তো সব কিছু শতভাগ সম্ভব না। তবে চেষ্টা থাকবে ইশতেহারে যা আছে সব পূরণ করে যেন আপনাদের হাতে দিতে পারি। এতে আপনাদের সবার সহযোগীতাও চাই।’

সানবিডি/নাজমুল/১০:৪২/০৪.১০.২০২০