পুঁজিবাজারে আসছে এনআরবিসি ব্যাংক

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-০৫ ১৮:৫৫:৫৭


পুঁজিবাজারে আসতে চায় নতুন প্রজন্মের ব্যাংক এনআরবিসি ব্যাংক লিমিটেড। অভিহিত মূল্য ১২ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা নিতে চায় প্রতিষ্ঠানটি। বিএসইসি ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এই টাকা দিয়ে ব্যাংকটি টায়ার ১ ক্যাপিটাল পূরণ করবে। পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে ১১০ কোটি টাকা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে। বাকী টাকা দিয়ে সাড়ে ৬ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে। বাকী টাকা প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বাবদ ব্যয় করা হবে।

বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ৫৮২ কোটি টাকা। ব্যাংকটি ২০১৯ সালে হিসাব বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৮২ পয়সা। সর্বশেষ ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা।

সর্বশেষ ২০০৮ সালে ব্যাংক খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিলো। এনআরবিসি ব্যাংক ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক (আরজেএসসি) থেকে অনুমোদন নিয়েছে।

ব্যাংকটির পুঁজিবাজারে আনতে কাজ করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ