লামায় ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৭
আপডেট: ২০১৫-১২-১৭ ১০:৫৬:৩৬


জেলার লামা উপজেলার ইয়াংসা মোড়ে ট্রাক উল্টে সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন-রাজিব (৪০), রবিন (৩৫), আবতাব (৫৫) ও আমজাদ (৪৫)। নিহত সবার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামে। তারা সবাই গ্রামীণ ফোন অপারেটর নেটওয়ার্ক টাওয়ার তৈরির শ্রমিক ছিলেন।
লামা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে গ্রামীণ ফোন মোবাইল অপারেটর টাওয়ারের মালামাল নিয়ে একটি ট্রাক লামায় আসছিল। ঘটনাস্থলে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চারজন ও চকোরিয়া হাসপাতালে নেয়ার পর আরও তিনজন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ৭ জন।
আহতদের উদ্ধার করে চকোরিয়া ও কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ট্রাকটি উদ্ধারে কাজ করছে।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছাত্তার হাসপাতালে নেয়ার পর তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













