সেরেনা উইলিয়ামসের সাফল্যে যোগ হলো আরও একটি পালক। তিনি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন স্পোর্টস ইলাস্ট্রেটেডের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। ১৯৫৬ সালে পুরস্কারটি চালুর পর মাত্র তৃতীয় নারী হিসেবে এককভাবে সেরনো এই সম্মান অর্জন করলেন।
৩৪ বছর বয়সী সেরেনা ২০১৫ সালে তিনটি গ্রান্ড স্লাম জেতেন। সেইসঙ্গে গত বছর ইউএস ওপেন শিরোপা তো রয়েছেই। সবমিলিয়ে চার শিরোপা নিয়ে সবার শীর্ষে থেকে তিনি এই সম্মান অর্জন করলেন।
সেরেনার মোট গ্রান্ড স্লাম ২১টি। আর মাত্র ১টি হলে তিনি ছাড়িয়ে যাবেন টেনিসের রানী স্টেফি গ্রাফকে।
যে বয়সে অধিকাংশ টেনিস খেলোয়াড় অবসর গ্রহণ করেন সেই সময়েও দারুণ ফর্মে রয়েছেন এই মার্কিন কৃষ্ণকলি।
এ প্রসঙ্গে সেরেনা উইলিয়ামস বলেন, আমি ২০ বছরেরও অধিক সময় ধরে পেশাদারিত্বের সঙ্গে টেনিস খেলে যাচ্ছি। বলতে গেলে এটি অনেক সময়। এই প্রথমবারের মতো আমি বছরের ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি পেলাম। সত্যি, এই পুরস্কার আমার কাছে অনেক কিছু। একজন নারী হয়ে তৃতীয় ব্যক্তি হিসেবে এই সম্মাননা অর্জন করায় আমি ভীষণ গর্বিত।এটি আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
উইলিয়ামস পরিবারের ছোটো মেয়ে সেরেনা এনবিএ তারকা স্টিফেন কারি, গলফার জর্ডান স্পেইথ ও রেসহর্স তারকা ফারোয়াহকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন।