কাজী সালাউদ্দিনের কঠোর হুশিয়ারী
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৫ ১৪:৫৫:৪১

চারবারের সভাপতি কাজী সালউদ্দিন বলেন, এবার কঠোর হবেন, কোন কিছুতেই ছাড় দেয়া হবেনা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাবে এসব কথা জানান।
রোববার (৫ অক্টোবর) নিজ কার্যালয়ে এসেই উপস্থিত সাংবাদিকসহ বিভিন্ন ক্লাব কর্মকতাদের মিষ্টিমুখ করালেন বাফুফের । গ্রহণ করলেন সবার ফুলেল শুভেচ্ছা।
সালাউদ্দিন বলেন,‘সামনের চার বছরের কাজ কমিটির সবার সঙ্গে আলোচনা করেই ঠিক করবো। আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করবো। তবে এখনই তা নিয়ে কথা বলার সময় হয়নি।’
তিনি আরো বলেন,‘আমার প্রথম কাজই হবে ডিসিপ্লিনের বিষয়ে কঠোর হওয়া। যে লিগগুলো আছে, সেগুলো অবশ্যই নির্দিষ্ট তারিখে হতে হবে। দিনক্ষণ যা নির্ধারণ করে দেয়া হবে তা আর পরিবর্তন হবে না। ১২ বছর হয়ে গেছে, একটা জায়গায় এসেছি। এখন এগিয়ে নিতে হলে ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলোর এই ডিসিপ্লিনটা থাকতেই হবে।’
ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে বাফুফের সদ্য নির্বাচিত ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) তিনবারের সভাপতি বলেন, ‘সবসময়ই বলছি এটা আমাদের কাজ নয়। তারপরও এ বছর থেকে কাজ করবো। জেলায় যে তিনটি টুর্নামেন্টের কথা বলেছি বঙ্গবন্ধু সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ, শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় চ্যাম্পিয়নশিপ ও শেখ রাসেল অনূর্ধ্ব-১২ জাতীয় চ্যাম্পিয়নশিপ- এগুলো হলে জেলার ফুটবল চাঙ্গা হবে।’
এসময় উপস্থিত ছিলেন বাফুফের প্রথমবার নির্বাচিত সহ-সভাপতি, তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
সানবিডি/নাজমুল/0২:৫৫/০৫.১০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












