
আজ ৫ অক্টোবর মাশরাফি বিন মুর্তজার জন্মদিন। ৩৬ বছর পেরিয়ে ৩৭ এ পা দিলেন ম্যাস। ১৯৮৩ সালে জন্মগ্রহণ করা টাইগার ক্রিকেটারের জন্মদিনে তাকে ‘কিংবদন্তি’ আখ্যা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ছোটবেলা থেকেই খেলাধুলা করতে আগ্রহ ছিল মাশরাফির। বিকেল হলেই ফুটবল আর সন্ধ্যায় ব্যাডমিন্টনের নেশা ছিল ম্যাশের। ধীরে ধীরে ক্রিকেটের প্রতি প্রেম বাড়ে তার। প্রথমে ব্যাটিংয়ে আগ্রহ বেশি থাকলেও কিশোর ম্যাশের বোলিংয়ে গতি ছিল চমৎকার। বোলিংয়ের গতির জন্য পাড়া মহল্লায় দারুণ আলোচিত ছিলেন তিনি।
সানবিডি/নাজমুল/0৫:১১/০৫.১০.২০২০