শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
আইএস নিয়ে সরকার দ্বিমুখী বক্তব্য দিচ্ছে: ফখরুল
প্রকাশিত - ডিসেম্বর ১৭, ২০১৫ ৪:১৯ পিএম
আইএস নিয়ে সরকার দ্বিমুখী বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন দেশে কোনো আইএস নেই। আবার আদালতে আইএসের নামে ৪ জনের বিচার চলছে। তাহলে তারা কারা?
বৃহস্পতিবার দুপুরে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। এসময় জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, সরকার মুখে বললেও বাস্তবে তারা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। দৈনিক আমারদেশ, দিগন্ত ও ইসলামিক টেলিভিশন বন্ধ করে রেখেছে। এটার নাম গণমাধ্যমের স্বাধীনতা নয়।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.