ভিন্ন ধরনের পাগলামী আর বিরহের আহ্লাদ নিয়ে এবারের মিউজিক ভিডিও “বৃথা বেঁচে থাকা”র গান নিয়ে আসছেন অভিনেতা আসাদ আদনান। গানের গল্পটা বর্তমান সামাজিক পেক্ষাপটে অনেকটাই মিল রয়েছে। প্রেমের গভীরতা, গভীর প্রেম থাকার পরের বিয়ে আর করা হয়ে ওঠেনি। বিত্তশালী পরিবারের ছেলের সাথে অবশেষে বিয়ে হয় প্রেমিকার।
এরই শোকে সে মানসিক ভারসাম্যহীন হয়ে প্রথম প্রেমের স্মৃতি নিয়ে ঘুড়ে বেড়াতে দেখা যায়। যেমনটা বাংলা সিনেমায় আমরা অমরসানী, বাপ্পারাজ কে অনেক দেখেছি। সেসব এখন সোনালী অতীত। এই আধুনিক যুগে নতুন ঢঙে ফুটপাতের পাগলকে হার মানিয়েছে আসাদ আদনানের এবারের মিউজিক ভিডিওতে। আসমান জমিন আর বৃক্ষলতার কান্নার শব্দে কেমন যেন স্থবির হয়ে যায় ভূবন। সখিরে না পাইলে আসলেই “বৃথা বেঁচে থাকা”। তবুও সখির মুখটা দেখলে পরানটা জুড়িয়ে যায়। এ জন্যই হয়তো বিধাতা পাগল বেসে এখনো বেঁচে রেখেছেন।
এই গানের কথা আর গল্প অন্যান্য গানের চেয়ে অনেক ভিন্ন। এটি স্বাভাবিক প্রেমের গান নয়। এই গান এবং গল্পের কাজে অনেক সৃজনশীলতা আছে। আশা করছি আসাদ আদনানের অন্য গানের মতই এবারোও দর্শক প্রিয়তা পাবে। আধুনিক ও উদীয়মান অভিনেতা আসাদ আদনান জানান, আমি আশা করছি এই কাজটি দর্শকের মন জয় করবে।
বৃথা বেঁচে থাকা মিউজিক ভিডিওতে কন্ঠ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী আইয়ুব আবির। ভিডিও ডিরেক্টর ছিলেন আন্তর হাসান।
মিউজিক এবং টিউনে ছিলেন এ এইচ তূর্য এবং গানের কথায় ছিলেন সালমান সোহাগ। করোনার এই দির্ঘ বিরতির পরে সুন্দর একটি কাজ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছেন তরুণ এই অভিনেতা। সিক্স সিজন মাল্টিমিডিয়ার ব্যানারে আগামী সপ্তাহে প্রকাশ হওয়ার কথা রয়েছে বলে জানান আসাদ আদনান। তিনি আরোও বলেন, আমার প্রতি ভক্তদের অকৃত্তিম ভালোবাসার কারণে আমি আজ এখানে।
আমার মা-বাবা আর দর্শকদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি বহু দূর যেতে চাই। এরই মাঝে আরোও একটি গানের জন্য চুক্তি বদ্ধ হয়েছেন তিনি। এ সপ্তাহেই শুটিং সব মিলিয়ে অনেক ব্যাস্ত সময় পার করছেন এই অভিনেতা।
উল্লেখ্য, তিনি সুপার মডেল বাংলাদেশ ২০১৭ এর প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে সেরা ২০ তম হয়ে চমৎকার কিছু কাজ করেছেন। কাজের সফলতা স্বরুপ দর্শক প্রিয়তা পেয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন।
সানবিডি/নাজমুল/১০:৪৩/০৫.১০.২০২০