লিভারপুলকে সাত গোল দিয়েছে অ্যাস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১০-০৬ ১১:৪৭:১২


ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে লজ্জায় ডুবালো অ্যাস্টন ভিলা! চ্যাম্পিয়নদের গুণে গুণে সাত গোল দিয়েছে গত মৌসুমের তলানির দল অ্যাস্টন ভিলা। ম্যাচে ৭-২ গোলের লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়ে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

১৯৬৩ সালের পর থেকে লিভারপুল এই প্রথম কোন ম্যাচের সাত গোল হজম করলো। গত বছরের ৩ জানুয়ারির পর এটি প্রিমিয়ার লিগে তাদের তৃতীয় পরাজয়।

সানবিডি/নাজমুল/১১:৩৭/০৫.১০.২০২০