ভারতীয় পুলিশ বলছে ভারতে আল কায়েদা নেটওয়ার্কের শীর্ষ নেতা মুহাম্মদ আসিফ তার একজন পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন। দিল্লির একটি ফ্লাইওভারের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার গ্রেপ্তারের সূত্র ধরে পুলিশ দ্বিতীয় একজন শীর্ষ ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী দ্বিতীয় ব্যক্তি আল কায়েদা সেলের সোশ্যাল মিডিয়া পরিচালনা করতেন।
দিল্লি পুলিশ মনে করছে এই দুজনের গ্রেপ্তার খুবই গুরুত্বপূর্ণ- কারণ এদের কাছ থেকে পাওয়া তথ্য ভারতের ভেতর এবং প্রতিবেশী দেশগুলোতে আল কায়েদার কর্মকান্ড সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারবে বলে তারা ধারণা করছে।
দিল্লি পুলিশ জানিয়েছে আটকদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং তাদের ভাষায় ''জিহাদী কাগজপত্র" উদ্ধার করা হয়েছে। ভারতীয় উপমহাদেশ এলাকায় নতুন সদস্য নিয়োগের দায়িত্ব ছিল মিঃ আসিফের উপর।