প্রধানমন্ত্রী বলেছেন, ইতিহাস থেকে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হওয়ায়, ইতিহাস বিকৃতির হাত থেকে কিছুটা রক্ষা পেয়েছে, জাতি।
বুধবার (৭ অক্টোবর) সকালে গণভবন থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, এই বই প্রকাশিত হওয়ায়; সমাজের একটি বড় অংশ, ইতিহাস জানার সুযোগ পাবে। বইটি বিভিন্ন গ্রন্থাগারে রাখার দাবিও করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ছয় খণ্ডে এই বই প্রকাশ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
সানবিডি/নাজমুল/১২:৫৮/০৭.১০.২০২০