
রিয়াল মাদ্রিদের গোলরক্ষক অদ্রি লুনিনের করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছেন। ২০২০-২১ মৌসুমে লা লিগার ক্লাবটিতে ব্যাকআপ গোলরক্ষক হিসেবে আছেন তিনি।
রিয়ালের এই গোলরক্ষক নেশনস লিগে রবিবার জার্মানি এবং এর দুই দিন পর স্পেনের বিপক্ষে ম্যাচেও মাঠে নামতে পারবেন না, মোটামুটি নিশ্চিত।
ইউক্রেনে লুনিনের সতীর্থ গোলরক্ষক ইউরি প্যানকিভ এবং জাতীয় দলের রাঁধুনীও করোনা পজিটিভ হয়েছেন।
দুই গোলরক্ষক করোনা আক্রান্ত হওয়ায় ইউক্রেনের এখন জর্জি বুশকান ছাড়া বিকল্প হাতে নেই।
সানবিডি/নাজমুল/০৬:২৪/০৭.১০.২০২০