প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ালো সৌদি সরকার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-০৭ ১৯:৫৭:০৯

ভয়াবহ মহামারীকালীন সময়ে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের ভিসা ও আকামার (কাজের অনুমতিপত্র) সময়সীমা ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব সরকার।
আজ বুধবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।তিনি জানান, সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সেদেশের সরকারের এ সিদ্ধান্তের কথা তাকে অবহিত করেছেন।
করোনা পরিস্থিতিতে দেশে এসে আটকে পড়া শত শত প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয় গত ৩০ সেপ্টেম্বর। মেয়াদ শেষ হওয়ার আগে থেকেই সৌদি ফেরত যাওয়ার জন্য ফ্লাইটের টিকিটের দাবিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আসছিলেন প্রবাসীরা। এই সময়ে টিকিট সংকট কাটাতে সাউদিয়ার পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে।
সানবিডি/এনজে/৭:২৮/৭.১০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












