বার্সা সভাপতির বিদায় ঘন্টা বাজালেন মেসি!

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৭ ২১:৪৭:৫২


সমর্থকদের হতাশ করে অপ্রত্যাশিতভাবে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি।কিন্তু শেষ পর্যন্ত অনেকটা বাধ্য হয়েই মেসি থেকে গেলেন ন্যু ক্যাম্পে। ইচ্ছে করলেই তিনি নিজের ক্লাবকে আদালতের কাঠগড়ায় তুলতে পারতেন। কিন্তু মেসি তেমনটা হোক – তা চাননি।

তবে মেসি থেকে গেলেও বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তেম্যুর বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। যেদিন মেসি ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাবের কাছে বার্সা ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন, তার পরদিনই ক্লাবটির সভাপতি হোসে মারিয়া বার্তেম্যুর বিরোধীরা তার বিপক্ষে অনাস্থা ভোট সংগ্রহে মাঠে নামে।

ভোটের জন্য এই ক্যাম্পেইনে ১৬ হাজার ৫০০ জনের অধিক ব্যক্তির ভোট প্রয়োজন হবে।

এরই মধ্যে ক্যাম্পেইন পরিচালনাকারীরা লক্ষ্যে পৌঁছে গেছেন। কারণ, বার্সা ক্লাব সদস্যদের মধ্যে থেকে মোট ১৬ হাজার ৫২১ অনাস্থা ভোট জমা পড়েছে বর্তমান সভাপতি হোসে মারিয়া বার্তেম্যুর বিপক্ষে। যাচাইকারীরা বলছেন, এই সংখ্যাটা জেনুইন। সুতরাং, মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হচ্ছে বার্সার বর্তমান সভাপতিকে!