অবশেষে ক্যাম্পে ফিরছেন ফুটবলের মেয়েরা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৮ ০৯:০০:১৬

মহামারি করোনা পরিস্থিতিতে দীর্ঘ সাত মাস বিরতির পর ক্যাম্পে ফিরছেন নারী ফুটবলাররা। চলতি বছরের মার্চে দেশে করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যখন ঘরোয়া সব খেলাধুলা স্থগিত ঘোষণা করে তখন ক্যাম্পের মেয়েদের ছুটি দিয়ে দেয় বাফুফে। এএফসির দুটি বয়সভিত্তিক টুর্নামেন্ট সামনে রেখে বাফুফে শনিবার থেকে আবার শুরু করছে মেয়েদের অনুশীলন।আজ বৃহস্পতিবার থেকে মেয়েরা ক্যাম্পে ওঠা শুরু করবেন।
আগামী ১৩ থেকে ২১ মার্চ হবে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব, ৩ থেকে ১১ এপ্রিল অনূর্ধ্ব-১৭ এর বাছাই। এই দুটি টুর্নামেন্টের জন্য মেয়েদের ফুটবলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন ৩৩ জন খেলোয়াড় ক্যাম্পে ডেকেছেন। এর মধ্যে অনূর্ধ্ব-২০ দলে ১৮ জন এবং অনূর্ধ্ব-১৭ দলে ১৫ জন।
সিনিয়রদের আপাতত কোনো সিডিউল না থাকায় তাদের পরবর্তীতে পর্যায়ক্রমে ক্যাম্পে ডাকা হবে। যে কারণে, সাবিনা, কৃষ্ণা, সানজিদা, রত্না, স্বপ্না, নারগিজ, শিউলি, মৌসুমী, মাসুরা পারভীনদের ক্যাম্পে উঠতে আরো অপেক্ষা করতে হবে।
নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন‘ফিফা, এএফসি এবং সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আমাদের এই ক্যাম্প হবে। যে কারণে আমরা ৩৩ জন খেলোয়াড় ডেকেছি।
সানবিডি/এনজে/৯:০০/৮.১০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












