ধর্ষণের বিরুদ্ধে মৌসুমী-ওমর সানির প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-০৮ ১৯:২৯:৫৮

ধর্ষকের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার লক্ষ্যে চলচ্চিত্রতারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী এবার রাজপথে মানববন্ধনে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে প্লেকার্ড হাতে মানববন্ধনে উপিস্থত ছিলেন তারা। টিম পজিটিভ বাংলাদেশ নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। সংগঠনটির মুখপাত্র গোলাম রাব্বানীসহ প্রায় দুই শতাধিক টিপিবির সদস্য উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আয়োজনে অংশ নিয়ে ওমর সানি বলেন, ‘প্রতিবাদ করতে নির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না। পৃথিবীর যেকোনো জায়গা থেকে প্রতিবাদ করা যায়। সেটা যদি হয় ন্যায় সঙ্গত তাহলে কোনো কথাই নেই। আমি আর মৌসুমী নির্দিষ্ট কোনো চলচ্চিত্রের জায়গায় নেই। দেশ থেকে দেশান্তরে। প্রতিবাদের কোনো দল নেই। ভালো থাক দেশের মানুষ ভাল থাক দেশটি। আই লাভ বাংলাদেশ।’
সানবিডি/নাজমুল/০৭:২৯/০৮.১০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













