হায়দরাবাদের কাছে পাঞ্জাব হতাশ
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১০-০৯ ০৯:৪৩:২২

এর আগে ৫ ম্যাচের যাদের জয় একটি, আরেকটি জয়ের জন্য যে দলটি পিপাসায় কাতরাচ্ছিল, তাদেরকেই কি না চরম লজ্জায় ডুবিয়ে দিলো ডেভিড ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দরাবাদ। দুবাইর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হায়দরাবাদের কাছে ৬৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে প্র্রীতির জিনতার পাঞ্জাব।
২০২ রানের লক্ষ্য নিয়ে খেলেতে নেমে মনে হয় মরু পাড়ি দিতে হবে! প্র্রীতি জিনতার দল সে চিন্তা করতে করতেই পিপাসায় আর পা তুলতে পারেনি। থেমে যেতে হয়েছে ১৩২ রানেই।
সানবিডি/নাজমুল/০৯:২৪/০৯.১০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












