বলিভিয়াকে বিধ্বস্থ করে জিতল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১০-১০ ১২:৪২:২৬

বলিভিয়াকে বিধ্বস্থ করে জয় লাভ করলেন ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় শনিবার বাংলাদেশ সময় ভোরে হওয়া খেলাটিতে ব্রাজিলের সামনে কোন ভাবেই রক্ষা মেলেনি বলিভিয়ার। রবার্তো ফিরমিনো, নেইমার জুনিয়র, ফিলিপে কৌতিনহোদের উদ্ভাসিত পারফরম্যান্সে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। যা তাদের বসিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
লিভারপুলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো দলের হয়ে জোড়া গোল করেন । এছাড়া একবার করে স্কোরশিটে নাম তুলেছেন বার্সেলোনা ফরোয়ার্ড কৌতিনহো এবং প্যারিস সেইন্ট জার্মেই ডিফেন্ডার মার্কুইনহোস। অন্যটি ছিল আত্মঘাতী গোল। দুর্দান্ত খেলায় নেইমারের কোন গোল না থাকলেও অসাধারণ দুটি এসিস্টে ছিল।
নিজেদের ঘরের মাঠের ম্যাচটিতে পরিষ্কার ফেবারিট ছিলো তিতের ব্রাজিলই। নিজেদের আধিপত্যের প্রমাণ দিতে একদমই সময় নেননি নেইমার-ফিরমিনোরা।
সানবিডি/নাজমুল/১১:২০/১০.১০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












