উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে ‘এজেন্ট ব্যাংকিং’

আপডেট: ২০১৫-১২-১৭ ২২:৫২:১৫


takaদারিদ্রতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ‘এজেন্ট ব্যাংকিং’ কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকিং সেক্টরে এজেন্টভিত্তিক এ কার্যক্রম একেবারেই নতুন একটি প্রক্রিয়া। ‘এনআরবি কমার্শিয়াল ব্যাংক’ এ কার্যক্রম শুরু করেছে।

নানান ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালানা করলেও ‘ব্যাংক ঋণ আবেদন মূল্যায়ন ও অনুমোদন এবং তাৎক্ষণিক কোন কার্ড (লেনদেন সংক্রান্ত) ইস্যু করার সুযোগ থাকছে না এজেন্টদের হাতে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনআরবি ব্যাংকের ‘এজেন্ট ব্যাংকিং’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- এনআরবি ব্যাংকের ব্যাবস্থাপক পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ‘এ টু আই’ প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের আন্তরিক সহায়তায় ‘এনআরবি কমার্শিয়াল ব্যাংক’ এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে।   তিনি বলেন, দেশে দারিদ্র নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন কর্মসূচির হাতে নেওয়া হয়েছে।

তবে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মেট্রোপলিটন, সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় একটি এজেন্ট দিলে এর বাইরে অথাৎ গ্রামে  দিতে হবে দুটি। এজেন্টদের মাধ্যমে গ্রাহক পর্যায় দৈনিক দু’বার ২৫ হাজার টাকা পর্যন্ত নগদ উত্তোলন বা জমা দেওয়া যাবে। স্থানীয় রেমিট্যান্স বিতরণ, ছোট অঙ্কের ঋণ বিতরণ, ইউটিলিটি বিল প্রদানে সহায়তা ইত্যাদি কাজ করা যাবে।

তবে ঋণ আবেদন মূল্যায়ন ও তাৎক্ষণিক কোন হিসাব খুলতে বা কার্ড ইস্যু করতে করা যাবে না। এজেন্ট ব্যাংকিং এ এজেন্টকে ব্যাংকের কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হবে।