ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১০ ১৮:১৩:৪২


এই সকল ছেলেদের জীবনের কোন সুনির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য ছিল না, কেউ বাদাম বিক্রি করেন, কেউ দিন মজুর, কেউ আবার রাস্তার টোকাই তারা এখন আলফাজ আহমেদ, বেলাল আহমেদ এবং আল আমিন এছাড়া প্রিমিয়ার লিগের সাবেক খেলোয়াড় শেখ সিরাজ আহমেদের মতো সাবেক খেলোয়াড়দের পরিচালনায় গোল্ডেন ঢাকা ফিউচার ফুটবল একাডেমিতে নিয়মিত ফুটবলের অনুশীলন করে থাকে।

একটি স্বপ্নকে বাস্তবে রুপ দিতে শুক্রবার(৯ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে যাত্র শুরু করেছে। এখানে বিভিন্ন বয়সের ১০০ থেকে ১৪০ ছেলেদের নিয়ে প্রতিদিন অনুশীলন হয়।

বাংলাদেশের সেরা স্ট্রাইকার আলফাজ বলেন, তিনি এবং তার বন্ধুরা বাল্যকালে অগ্রণী স্কুল মাঠে এবং আজিমপুরে শৈশবকালে বিনা মূল্যে অনুশীলন করেছিলেন। সেই কিশোর জীবনে ফুটবলের প্রতি ভালোবাসা নিয়েই আমি জাতীয় দলের খেলোয়াড় হিসেবে সুনাম কুড়িয়েছি।

সেখান থেকেই আমি ভাবতে থাকি এখন সময় এসেছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বিশেষভাবে সুবিধাবঞ্চিতদের জন্য কিছু করতে হবে।

একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা আলফাজ বলেন, আমরা তাদের ফুটবলার বানাতে সার্বিকভাবে সহযোগীতা করবো। শৈশব থেকেই তারা ফুটবলের প্রতি ভালোবাসা ও আবেগ ধরে রাখতে পারে আমারা শুধু সেই চেষ্টা চালিয়ে যাব। কিশোর ফুটবলারদের এগিয়ে নিতে আমি রাস্তা দেখিয়ে দিতে চাই।

ইতিমধ্যে আমরা পাইওনিয়ার লীগ খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। যাতে তারা এগিয়ে যেতে সক্ষম হবে। প্রাথমিকভাবে এই উদ্যোগ গ্রহণের জন্য বেলালকে কৃতিত্ব দিয়েছেন।

এছাড়া তিনি আরোও বলেন যে, তারা একাডেমির সমর্থন পেতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।

বেল্লাল বলেন, পথশিশুরা আসলে খেলাধুলার সুযোগ পায়না। এদের কেও সুযোগও দেয়না কিন্তু এসকল পথশিশুদের মাঝেও অনেক মেধা আছে। এ সবপথ শিশুদের এগিয়ে নিতে আমি তাদের জন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছি।

প্রথমদিকে আমি মাত্র ১০ জন খেলোয়াড় নিয়ে শুরু করেছিলাম তবে ধীরে ধীরে তা বেড়ে দাঁড়ায় ১৮০। যাদের বয়স ১৪ বছর এবং তাদের নিয়ে পাইওনিয়ার লীগে একটি দল করার পরিকল্পনা রয়েছে আমাদের।

ঢাকা শহরে অনেক সুবিধাবঞ্চিত শিশু অপরাধ ও নেশার ফাঁদে পড়ে যায়, এই একাডমী থেকে আদর্শ মানুষ ও ভালো খেলোয়াড় হিসেবে নিজেকে তৈরী করবে এটাই আমার ধারণা। এছাড়া যারা এখন পর্যন্ত এই একাডেমীর জন্য সহযোগীতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।

সানবিডি/নাজমুল/০৬:১২/১০.১০.২০২০