প্রেসিডেন্টস কাপের চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লাখ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১০ ১৯:৪৫:৫৮

সম্প্রতি করোনাভাইরাসের বিরতির পর শ্রীলংকায় খেলতে যাওয়ার কথা ছিলো জাতীয় ক্রিকেট দলের।তবে সে সফর বাতিল হওয়ায় তিন দল নিয়ে আগামীকাল (রবিবার) থেকে শুরু হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ। এই টুর্ণামেন্টটি আন্তর্জাতিক কিংবা বিপিএলের মতো কোনও টুর্নামেন্ট না হলেও বিসিবি রেখেছে প্রাইজমানির ব্যবস্থা। তিন দলের এই সিরিজে সবমিলিয়ে ৩৬ লাখ ৭৫ হাজার টাকার টুর্নামেন্ট জিততে লড়বে তামিম, মাহমুদউল্লাহ ও নাজমুল একাদশ।
সিরিজের চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লাখ টাকা, আর রানার্স-আপ দলের হাতে উঠবে ৭ লাখ ৫০ হাজার টাকা। আজ (শনিবার) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।
এর বাইরে টুর্নামেন্টসেরা খেলোয়াড় পাবেন ২ লাখ টাকা। টুর্নামেন্টসেরা ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার ও ফাইনালের ম্যাচসেরা পাবেন ১ লাখ টাকা করে। পাশাপাশি ফাইনাল বাদে বাকি ৬ ম্যাচের প্রতিটির ম্যাচসেরার জন্য থাকবে ৫০ হাজার টাকা। এছাড়া প্রতি ম্যাচের সেরা ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার পাবেন ৫ হাজার টাকা করে।
সানবিডি/এনজে/৭:৪৬/১০.১০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












