ফের বাড়লো বৈশ্বিক খাদ্যপণ্যের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১০ ২০:১৭:২৮

চলতি বছরের সেপ্টেম্বরে টানা চতুর্থ মাসের মতো বৈশ্বিক খাদ্যপণ্যের দাম বেড়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফওএ)। খাদ্যশস্য আর ভোজ্যতেলের দাম খুব বেশি পরিমাণে বেড়েছে বলেই এ মাসে বৈশ্বিক খাদ্যপণ্যের দামও বেড়েছে। বৈশ্বিক খাদ্যপণ্যের (খাদ্যশস্য, তেলবীজ, দুগ্ধজাত পণ্য, মাংস ও চিনি) বাজার নিয়ে ‘এফএও ফুড প্রাইস ইনডেক্স (এফএফপিআই)’ শীর্ষক মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।
বিশ্বব্যাপী খাদ্যশস্য ও ভোজ্যতেলের দাম বাড়লেও গত মাসে বৈশ্বিক মূল্যসূচক কমেছে চিনি ও মাংসের। মোটামুটি স্থিতিশীল ছিল দুগ্ধজাত পণ্যের দাম।
মহামারি নভেল করোনাভাইরাসের কারণে কয়েক মাস ধরে বৈশ্বিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসেও দাম বেড়েছে। গত মাসে খাদ্য ও কৃষি সংস্থার খাদ্যপণ্যের মূল্যসূচক দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৯ পয়েন্টে, যা আগস্টে ছিল ৯৫ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ আগের মাসের তুলনায় সূচক বেড়েছে ২ শতাংশ। এটি এক বছর আগের তুলনায় ৪ দশমিক ৬ পয়েন্ট (৫ শতাংশ) বেশি।
সানবিডি/এনজে/৮:১৭/১০.১০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













