শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করায় কমছে তেলের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১১ ০৯:৪৩:০৭

নরওয়ের তেল ও গ্যাস খাতের কোম্পানীগুলোর শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করার পরই শুক্রবার তেলের দাম ব্যারেলপ্রতি ১ শতাংশ কমেছে। ঘূর্ণিঝড় ডেল্টার কারণে যুক্তরাষ্ট্রের জ্বালানি ফার্মগুলো উৎপাদন কমাতে বাধ্য হলেও নরওয়ের শ্রমিক ধর্মঘট আশার আলো দেখাচ্ছে। এতে অপরিশোধিত জ্বালানির সরবরাহ আবার বাড়বে বলে আশা করা হচ্ছে। তাই দামও কমতে শুরু করেছে। খবর রয়টার্স।
ব্রেন্ট ফিউচারসের এলসিওসিএলের দাম ৪৯ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৮৫ ডলারে। যুক্তরাষ্ট্রের টেক্সাস ওয়েস্ট ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) অপরিশোধিত সিএলসিএলের দাম ৫৯ সেন্ট বা ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪০ দশমিক ৬০ ডলারে।
শুক্রবার দাম কমলেও দুটি প্রতিষ্ঠানই এ সপ্তাহে ৯ শতাংশ লাভের মুখ দেখেছে, যা তিন সপ্তাহের মধ্যে প্রথম ঘটল। জুনের পর সবচেয়ে বড় লাভের সপ্তাহ পার করল ব্রেন্ট।
নরওয়েতে শ্রমিক ধর্মঘটের কারণে ও মেক্সিকো উপসাগরের উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানার কারণে অপরিশোধিত তেলের উৎপাদন ও সরবরাহ কমে যায়, ফলে গত সপ্তাহে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যায়।
নরওয়ের তেল ফার্মগুলো শ্রমিক ইউনিয়নের সঙ্গে দরকষাকষির পর সমঝোতায় পৌঁছতে সমর্থ হয়, ফলে ১০ দিনের ধর্মঘটের সমাপ্তি হয়। এতে নরওয়ের তেল ও গ্যাসের উৎপাদন ২৫ শতাংশ কমে যাওয়ার শঙ্কাও দূর হলো। শিকাগোর প্রাইস ফিউচার গ্রুপের সিনিয়র অ্যানালিস্ট ফিল ফ্লিন বলেন, ‘দিনের শেষ ভাগে যখন জানা গেল যে নরওয়েতে ধর্মঘটের সমাপ্তি হতে চলেছে তখনই তেলের দাম কমা শুরু হয়।’
সানবিডি/এনজে/৯:৪০/১০.১১.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













