বাংলাদেশে আটকে পড়া দশ সহস্রাধিক ইতালি প্রবাসী সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছে। দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের হানায় দেশটির সরকার প্রধান এই সিদ্ধান্ত নিয়েছে।
ফলে এদিকে আটকেপড়াদের অনেকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।
গত ৭ অক্টোবর দেশটির স্বাস্থ্য বিভাগের জারি করা নোটিশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়।
বায়রার সূত্র মতে, কোভিড-১৯-এর জন্য বাংলাদেশে আটকা আছে এখনো ১০ হাজারের বেশি ইতালি প্রবাসী। এদের অনেকে গত বছর শীতের মৌসুম শুরু হওয়ার আগে ডিসেম্বরের দিকে বাংলাদেশে বেড়াতে এসে এবং জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইতালিতে করোনা মহামারি শুরুর পর দেশে এসে আর যেতে পারেননি।
ইতালি দূতাবাস বলছে, বাংলাদেশি যাদের পরিবার-পরিজন, স্বামী-স্ত্রী কিংবা সন্তান ইতালিতে রয়েছে তারা সহজেই প্রবেশ করতে পারবেন দেশটিতে। এ সময়ের মধ্যে যাদের ইতালিতে রেসিডেন্ট পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদেরকে দূতাবাস থেকে ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করতে হবে।
যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে তাদেরও ওয়ার্ক পারমিট এবং ভিসার জন্য নতুন করে আবেদন করতে হবে। এতে করে ভোগান্তির আশঙ্কা করছেন অনেক প্রবাসী।
সানবিড/নাজমুল/০১:২০/১১.১০.২০২০