
বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচের টসে জয়লাভ করেছেন নাজমুল শান্ত একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি আগে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মাহমুদউল্লাহ একাদশকে।
জানাগেছে বৈরী আবহাওয়ার পরেও সবঠিকঠাক থাকলে দুপুর দেড়টা থেকে বল মাঠে গড়বে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচুর। আকাশ কালো হয়ে আছে বেশ লম্বা সময় ধরে। এর মাঝেই উইকেটের কভার সরিয়ে করা হয়েছে টস।
যথাসময়ে খেলা শুরু হলে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ হতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতারে চলতি ধারাবিবরণী পাওয়া যাবে। এর বাইরে র্যাবিটহোলবিডির ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হবে।
নাজমুল হোসেন শান্ত একাদশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহীম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
রিয়াদ একাদশ স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
সানবিড/নাজমুল/০১:২৯/১১.১০.২০২০