বিএনপি কেনো নির্বাচনে ? জবাব যা বললেন ফখরুল
আপডেট: ২০১৫-১২-১৮ ২০:৫৮:০৬
পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের কারণ ব্যাখ্যা করলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘নির্বাচনে না গেলে সরকার বলতো এরা সন্ত্রাসী-জঙ্গি, তাই নির্বাচনে আসেনি। আর বিদেশিরাও তা বিশ্বাস করতো। গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এবং গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে।’
এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিয়ে সকল জাতীয়তাবাদী শক্তিকে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান ফখরুল।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়, বিদেশি নাগরিক হত্যা ও হামলার ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেও বলেছি এই ধরনের ঘটনাকে হালকা করে দেখবেন না। কারণ সিরিয়া, ইরাক, লেবাননে এই ধরনের ঘটনা থেকে বর্তমান ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।’ এই ধরনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ফখরুল।
আইএস দমনে সৌদি আরবের নেতৃত্বে জোটে বাংলাদেশের অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌদি নিজে যেখানে আক্রান্ত, সেখানে তাদের নেতৃত্বে জোটে অংশ নেয়ায় অন্যান্য মুসলিম প্রধান দেশে সন্ত্রাস চলে যায় কি না সেটাই দেখার বিষয়।’
সানবিডি/ঢাকা/রাআ