বহুমুখী পণ্য হিসেবে ২৮২ পাট পণ্যকে ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১১ ১৯:৪৫:১৩


পাট ‍শিল্পকে বিশ্বব্যাপী সম্প্রসারণ এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় সরকার ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাট পণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা দিয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয় বহুমুখী পাটজাত পণ্যের নামসহ একটি তালিকাও প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পাট খাত উন্নয়ন ও সম্প্রসারণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে জাতীয় অর্থনীতিতে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমান সরকারের এসব কর্মপরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়নের ফলে বাংলাদেশের রফতানি বাণিজ্যে পাট খাত চামড়াকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

সানবিডি/এনজে/৭:৪৫/১০.১১.২০২০