সরকারি পাঁচ প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে নির্দেশ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১১ ২২:০৮:৪৩


ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), সরকারি সোনালি, রূপালি, অগ্রনি ও জনতা ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আজ এই প্রতিষ্ঠানগুলোর প্রধান অর্থ কর্মকর্তাদের (সিএফও) সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন,বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, নির্বাহি পরিচালক মাহবুবুল আলম ও মোহাম্মদ রেজাউল করিম।

এ বিষয়ে বিএসইসির মূখপাত্র ও  নির্বাহি পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সানবিডিকে বলেন,পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে কাজ করছে কমিশন। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজারের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চত করা হচ্ছে।

তিনি বলেন, পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের অবস্থা জানতে আইসিবি,সোনালি,রূপালি, অগ্রনি ও জনতা ব্যাংকের সিএফওদের নিয়ে বৈঠক করেছে কমিশন। বৈঠকে প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।

রেজাউল করিম বলেন,বিনিয়োগ বাড়ানোর বিষয়টি তদারকি করবেন জনতা ব্যাংকের সিএফও একেএম শরীয়ত উল্লাহ। কমিশনকে তিনি বিনিয়োগের সার্বিক অবস্থা জানাবে।

মীর আক্তারের কাট অব প্রাইজ ৬০টাকা

নির্ভয়ে বিনিয়োগকারীদের বাজারে আসার অনুরোধ 

এফডিআরের বিকল্প হবে মিউচ্যুয়াল ফান্ড: বিএসইসি চেয়ারম্যান

কনসুলেটেড কাস্টমার হিসাবের উপর নজর দিতে হবে

 

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ