ইন্টারনেট ব্যবসাকে সন্ত্রাসী মুক্ত করার দাবি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১১ ২০:২৯:৫৯


দেশের ইন্টারনেট ব্যবসাকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ‍আজ রোববার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি  মহিউদ্দীন আহমেদ এ দাবি জানান।

এই বিবৃতিতে মহিউদ্দীন আহমেদ বলেন, ‘দেশে এক সময় টেলিভিশন ক্যাবল ব্যবসা নিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হত। এমন কি এ ব্যবসায় আধিপত্য বজায় রাখতে অনেক হত্যাকাণ্ডও সংঘটিত হয়েছিল। ঠিক একই অবস্থা বর্তমান ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। সারাদেশে তারের জঞ্জাল সৃষ্টিও এর অন্যতম একটি কারণ। বর্তমানে বৈধ আইএসপি আছে ২ হাজার ১০০। আর অবৈধ ভাবে ব্যবসা পরিচালক করে ৩ হাজার ৫০০। টেলিভিশন ক্যাবল অপারেটর আছে ৪ হাজার। এর মধ্যে ১০ ভাগ বৈধভাবে ইন্টারনেট ব্যবসা করে। বাকি ৯০ ভাগই রাজনৈতিক ছত্রছায়ায় বা পেশি শক্তির বলে ব্যবসা করে থাকে। এসব ইন্টারনেট ব্যবসায়ীর হাতে প্রতিনিয়তই লাঞ্ছিত হচ্ছে নিরীহ গ্রাহকরা।’

সানবিডি/এনজে/৮:২৯/১০.১১.২০২০