শুধু কঠোর আইনে ধর্ষণ বন্ধ হবে না

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১১ ২২:০৪:৪৪


ধর্ষণের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে বর্তমান প্রজন্মের মনন ও মনোজগৎ পরিবর্তন করতে হবে বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন। তিনি বলেন, শুধু আইন কঠোর করে বা আইনের কঠোর প্রয়োগ করে ধর্ষণ বন্ধ করা যাবে না।

জাতীয় প্রেসক্লাবে আজ রবিবার চট্টগ্রাম বিভাগের ছয় জন জ্যেষ্ঠ সাংবাদিকের স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি একথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সহজলভ্য ইন্টারনেটের বিভিন্ন কন্টেন্ট দেখে অপরাধীরা ধর্ষণ ও অন্যান্য অপরাধে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি অপরাধের কৌশল শেখে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন বিনোদন মাধ্যমে অনেক কিছু থাকে। এসব কন্টেন্ট আমাদের দেশীয় কৃষ্টি, সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক অপরাধীরা জানিয়েছে, এসব কন্টেন্ট দেখে তারা অপরাধে উদ্বুদ্ধ হয়।

সানবিডি/এনজে/১০:০৪/১০.১১.২০২০