
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছোট্ট মেয়ে জিভাকে হুমকি দেওয়ার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
রোববার (১১ অক্টোবর) ভারতের গুজরাটের মুন্ড্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় পুলিশ সুপার সৌরভ সিং সাংবাদিকদের জানিয়েছেন, ধোনির স্ত্রী সাক্ষী ধোনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক জঘন্য হুমকি বার্তার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ওই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে আটক করা হয়।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, কেকেআর এবং সিএসকে ম্যাচের পর ইন্সটাগ্রামে ওই হুমকি বার্তা পোস্ট করার কথা স্বীকার করে নিয়েছে ওই কিশোর।
সানবিডি/নাজমুল/০১:৩৪/১২.১০.২০২০