
টানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় উৎপাদন কম হওয়ার ফলে সরবরাহ সংকটে পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। মৌসুমের শুরুতেই বৃষ্টি হওয়ায় সবজির বাজারও চড়া। এর মধ্যে আলুর দামও বেড়ে গেছে অস্বাভাবিক। গত তিনদিনের ব্যবধানে নিত্যসবজি পণ্য আলুর দাম কেজিপ্রতি ৮ টাকা বেড়ে ৪৪ টাকায় দাঁড়িয়েছে। পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাবে খুচরায় ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে পণ্যটি। নতুন মৌসুমের আলু বাজারে আসতে বিলম্ব হলে দাম আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রামের সবজির সবচেয়ে বড় পাইকারি আড়ত রিয়াজউদ্দিন বাজারে শনিবার প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল ৪৪ টাকায়, যা শুক্রবারও ৩৬ টাকায় বিক্রি হয়েছিল। তারও দুই দিন আগে একই মানের আলু বিক্রি হয়েছিল ৩২ থেকে ৩৪ টাকায়।
এ ব্যাপারে বাজার সংশ্লিষ্টরা বলছেন, আলুর মজুদ কমে আসায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা দাম বাড়িয়ে সরবরাহ করছেন। কোল্ডস্টোরেজ থেকে চাহিদা অনুযায়ী আলুর সরবরাহ হলেও পাইকারি ও খুচরা বাজারে বেশি দামে পণ্যটি বিক্রি করছেন ব্যবসায়ীরা।
সানবিডি/এনজে/৬:২৫/১০.১১.২০২০