মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি গফরগাঁওয়ের ২৫ কাউন্সিলর প্রার্থী!
আপডেট: ২০১৫-১২-১৮ ২২:১৮:৪০
ময়মনসিংহের গফরগাঁও প্রথম শ্রেণির একটি পৌরসভা। এই পৌরসভা নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৪ প্রার্থীর মধ্যে ২৫ প্রার্থীই মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। প্রার্থীদের মধ্যে ১০ জন স্বশিক্ষিত, দুইজন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন ও ১৩ জন ৮ম শ্রেণি পাস। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করা প্রার্থীদের মনোনয়নপত্রের সাথে সংযুক্ত হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।
গফরগাঁও উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, এবার মেয়র পদে দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হলফনামা থেকে জানা যায়, কাউন্সিলর পদে ৯নং ওয়ার্ডের ফরিদুল আলম সজীব (এসএসসি), জাহেদ আলী (স্বশিক্ষিত), ফয়জুর রহমান জীবন (এইচএসসি), ইব্রাহীম খলিল বুলটন (স্বশিক্ষিত),আসাদুজ্জামান (দাখিল) পাস। ৮নং ওয়ার্ডের বাবুল হোসেন (৮ম) ও কামরুল ইসলাম (এইচএসসি)। ৭নং ওয়ার্ডের শাহজাহান সাজু (৮ম), মোশারফ হোসেন (এসএসসি) ও বিল্লাল ফকির (স্বশিক্ষিত)। ৬নং ওয়ার্ডের রুহুল আমীন সবুজ (৮ম), আজহারুল ইসলাম (এসএসসি), আবুল হোসেন চন্দন (৮ম), লাল চাঁন মিয়া (স্বশিক্ষিত) ও শাহ আব্দুল মতিন ফাজিল পাস।
৫নং ওয়ার্ডের মাহমুদুল হাসান (এম এ), কামাল হোসেন (এইচএসসি), মশিউর রহমান (এসএসসি) পাস। ৪নং ওয়ার্ডের রাসেল মিয়া (৮ম), সোহরাব উদ্দিন (স্বশিক্ষিত), আল আমীন (৮ম) ও নূরুল ইসলাম (বিএ) পাস। ৩নং ওয়ার্ডের আব্দুল মোতালেব (স্বশিক্ষিত), আকরাম হোসেন খোকন (৮ম), আনিছুর রহমান (৮ম) ও আজিজুল হক (স্বশিক্ষিত)। ২নং ওয়ার্ডের মাহবুল আলম (স্বাক্ষরজ্ঞান), আঃ খালেক আকন্দ (স্বাক্ষরজ্ঞান), সিদ্দিকুর রহমান (স্বশিক্ষিত) ও আরিফুল ইসলাম ভূইয়া (বিএ) পাস। ১নং ওয়ার্ডের মেহেদি হাসান বাবুল (স্বশিক্ষিত), সিহাব উদ্দিন আহমেদ (এসএসসি) ও আ. মোতালেব (এসএসসি) পাস। ৩নং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নাজমা বেগম (৮ম), মর্জিনা আক্তার (৮ম), লুৎফুননেছা বেবী (এসএসসি), পারভীন আক্তার (এইচএসসি), মাহফুজা আক্তার (৮ম)। ২নং সংরক্ষিত আসনে পারভীন বেগম (মাষ্টার্স অফ ডিপ্লোমা), নিলুফা ইয়াছমিন (এসএসসি), ফাহিমা হাসান আরজু (৮ম)। ১নং সংরক্ষিত আসনে শামছুন নাহার শিখা (৮ম), হানিফা খাতুন (এইচএসসি) ও নূরজাহান সিরাজী ববি (এইচএসসি) পাস বলে হলফনামায় উল্লেখ করেছেন।
এ ব্যাপারে (অব.) প্রধান শিক্ষক নূরুল হক বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ন্যূনতম এসএসসি পাস হওয়া উচিত। তাই শিক্ষার ক্ষেত্রে অবশ্যই মাপকাঠি নির্ধারণ করা প্রয়োজন। কেননা এতে করে শিক্ষিত লোকজন নির্বাচনে জয়ী হলে আইন কানুনসহ অন্য বিষয়গুলো অশিক্ষিত মানুষের চেয়ে বেশি বুঝবেন।
সানবিডি/ঢাকা/রাঅা