বিশ্বজুড়ে চলমান করোন মহামারির মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিকদের যেন বাধ্য হয়ে ফিরে না আসতে হয়- সেই বিষয়ে শক্তিশালী ও সমন্বিত পদক্ষেপ নিতে তিন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশ দেয়া হয়। নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে এ দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
ভার্চুয়াল এই বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
এই বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। বৈঠকে কোভিড-১৯ মহামারিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
সানবিডি/এনজে/৮:২৬/১০.১২.২০২০