ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু ১০ নভেম্বর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৩ ১০:৪২:৫৪


পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ক্রিস্টাল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামী ১০ নভেম্বর আবেদন গ্রহণ শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ ১০ নভেম্বর শুরু হয়ে চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

এর আগে ২৩ সেপ্টেম্বর বিএসইসির ৭৪১তম নিয়মিত সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওর টাকা দিয়ে কোম্পানিটি পুঁজিবাজারে ও এফডিআর এ  বিনিয়োগ করবে ও আইপিও খরচ পরিচালনা করা হবে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩১ ডিসেম্বর ১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২ পয়সা। আর পুনঃমূল্যায়ন ছাড়া নেট এ্যাসেট ভ্যালু রয়েছে ২৪ টাকা ৪২ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১০:৪২/১৩/১০/২০