ইষ্টার্ন কেবলসের লেনদেন চালু কাল
প্রকাশ: ২০১৫-১২-১৯ ১০:৩৭:৪৮

রেকর্ড ডেটের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইষ্টার্ন কেবলসের লেনদেন চালু হবে কাল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে আরও জানা যায়, গত ১৪ ডিসেম্বর এ কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু হয়। শেষ হয় গত ১৫ ডিসেম্বর।
প্রসঙ্গত, ইষ্টার্ন কেবলস ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ২৭ পয়সা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













