আইপিএলের ডাক পেয়ে বেজায় খুশি সালমা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৩ ১২:৪৭:২৯


নারী আইপিএলের গত আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন পেস বোলিং অলরাউন্ডার জাহানারা আলম। যেখানে ভেলোসিটির হয়ে ফাইনালসহ দুইটি ম্যাচ খেলেছিলেন তিনি। ভালো বোলিংয়ের সুবাদে নারী আইপিএলের এবারের আসরেও ডাক পেয়েছেন জাহানারা।

তবে এবার আর জাহানারা একা নন, বাংলাদেশ থেকে নেয়া হয়েছে আরও একজনকে। তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। প্রথম দুই আসরে সুযোগ না পেলেও নারী আইপিএলের তৃতীয় আসরে ডাক পেয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার সালমা।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে সালমা বলেছেন, ‘নারী আইপিএলে সুযোগ পেয়েছি, এটা আমার জন্য একপ্রকার সারপ্রাইজ। তৌহিদ ভাই (বিসিবির নারী ক্রিকেটের ম্যানেজার) আমাকে খবরটি জানায়। দুই সপ্তাহ আগে তিনি আমাকে ফোন করে এটি বলেছিলেন। যেহেতু লম্বা সময় ধরে খেলাধুলা নেই, তাই পুরো বিষয়টাই আমার জন্য সারপ্রাইজিং ছিলো।’

আজ (মঙ্গলবার ১৩ অক্টোবর) থেকেই বিসিবির একাডেমি প্রাঙ্গণে অনুশীলন শুরুর কথা সালমার।

সানবিডি/নাজমুল/১২:৪৭/১৩.১০.২০২০