
যুক্তরাষ্ট্রে আঘাত হানা ঘূর্ণিঝড় ডেল্টার তান্ডব শেষ হওয়ায় রোববার থেকে দেশটির জ্বালানি খাতের কোম্পানিগুলো তাদের কর্মীদের নিজ নিজ ফ্যাসিলিটিজে ফেরাতে শুরু করেছে ও তাদের কর্মকাণ্ড শুরু করেছে। এছাড়া আফ্রিকান দেশ লিবিয়া তাদের সর্ববৃহৎ তেলক্ষেত্র পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। এ দুটি কারণে তেলের দাম কমে ৪০ ডলারের কাছাকাছি চলে এসেছে। খবর ব্লুমবার্গ ও রয়টার্স।
সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড়, নরওয়ের শ্রমিক ধর্মঘট আর যুক্তরাষ্ট্রে পাস হতে যাওয়া নতুন আর্থিক প্রণোদনার কারণে অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ করে বেড়ে যায়। যদিও এখন তা স্বাভাবিক হতে শুরু করেছে। নিউইয়র্কের বাজারে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম এখন ৪০ ডলারের কাছাকাছি।
গত শুক্রবার নরওয়েতে শ্রমিক ধর্মঘটের অবসান হওয়ার পর পরই ব্যারেলপ্রতি তেলের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে আসে। এরপর বাধা ছিল ঘূর্ণিঝড়। মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে ডেল্টার আঘাতে যুক্তরাষ্ট্রের প্রায় আড়াইশ কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে প্রতিদিন ১৬ লাখ ৯০ হাজার ব্যারেল তেল উৎপাদন ব্যাহত হয়। সব মিলিয়ে, ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে এ কদিনে ৭১ লাখ ১০ হাজার ব্যারেল তেল ও ৬৬২ কোটি কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদন ব্যাহত হয়। শতকরা হিসেবে তা যথাক্রমে ৯২ ও ৬২ শতাংশ। ঘূর্ণিঝড় শেষ হওয়ায় এবার ক্রুড অপারেটর আর টাগবোট অপারেটররা কাজে নেমে পড়েছেন।
সানবিডি/এনজে/২:৫১/১০.১৩.২০২০