ব্রাজিল ম্যাচের আগে পেরুর দুঃসংবাদ
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১০-১৩ ১৬:৩০:৩১

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল দল। বুধবার সকাল ৬টায় পেরুর লিমায় ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে তার আগে দুঃসংবাদ পেরুর শিবিরে।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে করোনা পজিটিভ হয়েছেন পেরুর দুজন ফুটবলার। রাউল রুদিয়াজ ও অ্যালেক্স ভ্যালেরার কোভিড-১৯ পজিটিভ এসেছে, তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না এই দু’জন।
এক বার্তায় পেরু ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা জানিয়েছে, দুই ফুটবলার শারীরিকভাবে সুস্থ আছেন, দুজনেরই উপসর্গ মৃদু। স্কোয়াডের বাকি সবার থেকে আগেই আলাদা হয়ে গেছেন দু’জন।
সানবিডি/নাজমুল/০৪:৩০/১৩.১০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












