
চলতি বছরের নভেম্বর মাসের মধ্যেই যমুনা নদীর ওপর রেলসেতুর ভিত্তি স্থাপন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পঞ্চগড় রাজশাহী রেলপথে প্রথমবারের মতো বাংলাবান্ধা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রেলযোগাযোগের উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। এছাড়া ভারতের সাথে বাংলাদেশের যে ৮ টি ইন্টারসেকশন পয়েন্ট রয়েছে সেখানে রেলযোগাযোগ চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা হয়ে ক্রমান্বয়ে ভারত নেপাল ও ভুটানের চারদেশীয় রেলযোগাযোগ স্থাপন করা হবে বলে। বাংলাবান্ধা থেকে শিলিগুড়ি পর্যন্ত রেলযোগাযোগের বিষয়ে আমরা ভারতের সাথে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। শিগগিরই বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শুরু হবে।
সানবিডি/এনজে/৬:১২/১০.১৫.২০২০