এমবাপের জোড়া গোলে পিএসজির সহজ জয়
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৭ ১১:২৯:৩৩

নেইমার অ্যাঞ্জেল ডি মারিয়াকে ছাড়া কঠিন ম্যাচটিও জিততে কোনো সমস্যা হয়নি লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের।
শুক্রবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচ নিমসের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে পিএসজি। দলের নিয়মিত খেলোয়াড়দের অনেকে না থাকলেও, তরুণ তারকা কাইলিয়ান এমবাপের জোড়া গোলে এসেছে এই সহজ জয়। এছাড়া অন্য দুই গোল করেছেন আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি ও পাওলো সারাভিয়া। এভাবেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
এ জয়ের পর ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে লিগ ওয়ানের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা।
সানবিডি/নাজমুল/১০:২৮/১৭.১০.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












