যৌনজীবন ধ্বংস করে দিচ্ছে প্লাস্টিক!

প্রকাশ: ২০১৫-১০-০১ ১১:৩৩:৩৯


rajbari_85264আমরা জেনে না জেনে করছি বিষ পান। আমাদের সচেতনতার অভাবে ব্যবসায়ীরা আমাদের শরীরে ঢুকিয়ে দিচ্ছে বিষ।প্লাস্টিকের দ্রব্যসামগ্রীর কথা বলছি। আজকাল দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে, অনেক কিছুতেই আমরা প্লাস্টিক কেমিক্যাল ব্যবহার করে থাকি।

তা পায়ের জুতোজোড়া হোক বা পারফিউম কিংবা কার্পেট, ওয়ালপেপার বা নেলপালিশ, সবকিছুতেই রয়েছে প্লাস্টিক কেমিক্যাল। অথচ গবেষকরা বলছেন, এই সমস্ত প্লাস্টিক রাসায়নিক যে কোনও পুরুষের যৌনজীবন ধ্বংস  করে দিতে পারে।

সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, প্লাস্টিকে থাকা “ডিইএইচপি” বা থ্যালেটই এর জন্য দায়ী। বিভিন্ন খাবার ও পানীয় ছাড়াও ত্বকের সংস্পর্শে বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে এই থ্যালেট শরীরের অভ্যন্তরে প্রবেশ করে। ১৮ থেকে ২০ মধ্যে বয়স, এমন ৩০০ পুরুষের ওপর এই গবেষণা চালানো হয়।

দেখা গিয়েছে, যাদের শরীরে যত বেশি থ্যালেট “ডিইএইচপি” মিশেছে, তাদের স্পার্মের অবস্থা ততটাই করুণ। মূত্রের নমুনা পরীক্ষা করে সহজেই থ্যালেটের মাত্রা নির্ধারণ করা যায়।

সানবিডি/ঢাকা/রাআ