
স্প্যানিশ লা লিগায় যা চলতি মৌসুমে বার্সার প্রথম হার। শনিবার রাতে গেটাফের বিপক্ষে ১-০ গোলে হারেছে বার্সেলোনা।
ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি এসেছে ৫৬ মিনিটে। এ সময় পেনাল্টি পেয়েছিল গেটাফে। কিক নিতে আসেন জাইমি মাতা। তিনি বার্সার গোলরক্ষক নেতোকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান।
যদিও বার্সেলোনা বেশ ভালো খেলেছিল। গোলের সুযোগও পেয়েছিলেন লিওনেল মেসি ও আঁতোয়ান গ্রিজমান। কিন্তু গোল আদায় করে নিতে পারেননি।
বর্তমানে পয়েন্ট টেবিলে বার্সার এই হারে ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে নবম স্থানে অবস্থান করছে।
সানবিডি/নাজমুল/১১:০৭/১৮.১০.২০২০