
চলতি বছরের নভেম্বরের ১৩ ও ১৭ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যে যে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে তা দেখার জন্য গ্যালারিভর্তি দর্শক থাকতে পারবে না।
এটা ফিফার কোনো নির্দেশনা নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনই ম্যাচ দুটি দেখার জন্য গ্যালারিতে প্রবেশের সুযোগ দেবে সীমিত সংখ্যক দর্শককে। সরকারের স্বাস্থ্যবিধির যে নির্দেশনা আছে সেটা মেনেই ম্যাচ দুটি আয়োজন করবে বাফুফে। সবাই খেলা দেখার সুযোগ না পেলে, সেটা হবে দর্শকদের জন্য বড় দুঃসংবাদই।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘শূন্য গ্যালারির নাকি পূর্ণ গ্যালারির সামনে ম্যাচ হবে তা নিয়ে ফিফার কোনো নিদের্শনা নেই। তাদের নির্দেশনা হলো- সংশ্লিষ্ট দেশ তাদের অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। আমরা এখনো ঠিক করিনি ম্যাচটিতে কত দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে। তবে এটা ঠিক-আমরা দর্শকশূন্যও রাখবো না, আবার গ্যালারি পূর্ণও করবো না। স্বাস্থ্যবিধি মেনে সীমিত দর্শককে টিকিট দেয়া হবে।’
সানবিডি/এনজে/৮:৫১/১০.১৮.২০২০