
বাফুফে কোনো উদ্যোগ নেওয়ার আগেই সুমাইয়াকে অনুশীলনের সুযোগ করে দিয়েছে বসুন্ধরা কিংস। আপাতত কিংসে আঁখি-কৃষ্ণাদের সঙ্গে অনুশীলন করে যাবেন সুমাইয়া। দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে মেয়েদের লিগে সুমাইয়া কিংসের হয়ে খেলারও সুযোগ পাবেন।
মাতসুশিমা সুমাইয়ার জন্ম জাপানে। তার মা মাতসুশিমা তমোমি জাপানি এবং বাবা মাসুদুর রহমান বাংলাদেশি।
জন্মসূত্রে জাপানি হলেও আদতে সুমাইয়া বেড়ে ওঠেছেন বাংলাদেশে। যে কারণে বাংলাদেশের হয়েই ফুটবল খেলার স্বপ্ন দেখেন তিনি। কয়েকদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সেই স্বপ্নের কথাই বলে গেছেন তিনি।
সুমাইয়া মূলত একজন ফ্রি-স্টাইলার। শরীরের বিভিন্ন অঙ্গ যেমন মাথা-হাত-পা কিংবা কাঁধের মাধ্যমে ফুটবলের নানা কলাকৌশল হলো ফ্রি-স্টাইল ফুটবল।
গত ৮ অক্টোবর বাফুফে ভবনে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি ও জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটনের সঙ্গে দেখা করে নিজের আগ্রহের কথা জানিয়েছেন সুমাইয়া।
সানবিডি/নাজমুল/০১:৪০/১৯.১০.২০২০